বিশেষ সংবাদদাতা :
নগ্ন ছবি তুলে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনে বাধ্য করায় অপমানে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা বোলপুরের কলেজ ছাত্রীর।
মাস তিনেক আগে ঘটনার সূত্রপাত।
বোলপুর থানার রাইপুর সুপুর গ্রাম পঞ্চায়েতের রজতপুর ডাঙ্গাপাড়ায় গোপাল দাসের বাড়িতে রাজমিস্ত্রির কাজ করতে আসে পাশের ঘেড়োপাড়া গ্রামের সেখ হাফিজুল।
ছাত্রীর পরিবারের অভিযোগ সেখ হাফিজুল তাদের মেয়ের নগ্ন ছবি তুলে ধর্ষন করে,সেই অপমানে গত শনিবার ০৯ ডিসেম্বর গায়ে আগুন নেই মেয়ে।
মেয়ের পরিবারের তরফে বোলপুর থানায় লিখিত অভিযোগ করেছে সেখ হাফিজুল এর নামে
পীড়িতা বর্ধমান মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন।
দীনদরিদ্র গোপাল দাস চান তার মেয়ে যেন বিচার পায়,কঠোর শাস্তি হয় সেখ হাফিজুলের।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan