Breaking News
Home / TRENDING / নোয়াপাড়ায় প্রচারে গিয়ে সংখ্যালঘুদের সাড়া পেলেন মুকুল, আত্মবিশ্বাসী চাণক্য

নোয়াপাড়ায় প্রচারে গিয়ে সংখ্যালঘুদের সাড়া পেলেন মুকুল, আত্মবিশ্বাসী চাণক্য

কাসেম আলি মন্টু

 

নোয়াপাড়া কেন্দ্রের উপনির্বাচন বেশ কয়েকটি কারণে এবার সংবাদমাধ্যমের আগ্রহ কেড়েছে।
১) মুকুল রায় তাঁর নিজের জেলায় কতটা কী করতে পারেন!
২) কংগ্রেসের সাবেক ভোট বিজেপির মত বিপরীত মেরুতে অবস্থিত দলের দিকে মুকুল টানতে পারেন কী না!
৩) মঞ্জু বসুকে নিয়ে যে দোলাচল বা টানাপোড়েন চলল তার প্রভাব কতটা পড়ে! বিশেষ করে মঞ্জুর বিজেপির প্রার্থী হিসেবে নাম ঘোষণা করার পরও তাঁর তৃণমূলে থেকে যাওয়া।
৪) মঞ্জুকে নিয়ে উদ্ভুত পরিস্থিতির পর বিষয়টিকে মুকুলের কৌশলগত পরাজয় বলে তুলে ধরা।
৫) অর্জুন সিংহের মুকুল বিরোধী একটানা গরম বিবৃতি এবং এই কেন্দ্রে তাঁর আত্মীয়ের প্রার্থী হওয়া।
৬) নোয়াপাড়ার সংখ্যালঘু ভোটে মুকুল ভাগ বসাতে পারবেন কী না!


এমনই আরও কিছু ছোট-বড় ফ্যাক্টর কাজ করছে নোয়াপাড়ার ভোটে।
এ হেন নোয়াপাড়ার শিউলি মোহনপুরে সোমবার সকালে প্রচারে নামলেন মুকুল রায়। সংখ্যালঘু অধ্যুষিত এই অঞ্চলে বিজেপির হয়ে প্রচারে বেরিয়েও মানুষের ঢল দেখলেন মুকুল। সমর্থন না মমতার চ্যালেঞ্জার মুকুলকে নতুন করে দেখার আগ্রহ? তা বুঝতে অপেক্ষা করতে হবে নির্বাচনের ফলাফল পর্যন্ত।


মুকুল অবশ্য বলেছেন এবার নোয়াপাড়ায় পরিবর্তনের পরিবর্তন হবে। বলেছেন গুণ্ডাগিরি চলবে না। ভাটপাড়ার বিধায়ক অর্জুন সিংহ তৃণমূলে ডাকাবুকো নেতা বলেই পরিচিত। এবার প্রার্থী তাঁরই আত্মীয়। ‘গুণ্ডাগিরি চলবে না’ জাতীয় বাক্যবাণ আসলে অর্জুনকে লক্ষ্য করেই বলে মনে করছে নোয়াপাড়ার তৃণমূল-বিজেপি উভয় পক্ষ।
মুকুল বলেছেন, এবার নির্বাচনে মানুষ ভোট দেবে বিজেপিকে। মানুষ পরিবর্তন করবে। এই ধরণের আত্মবিশ্বাসী উচ্চারণ কতটা বিজেপি কর্মী ও তাঁর পুরনো অনুগামীদের আত্মবিশ্বাস বাড়াতে আর কতটা তাঁর মত নির্বাচন স্ট্র্যাটেজিস্টের হিসেব করা ভবিষ্যদ্বাণী সে কথা বলবে ভবিষ্যৎ।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

 

আরও পড়ুনঃ-

 

https://channelhindustan.com/2018/01/police-protecting-bjp-bike-rally/

Spread the love

Check Also

চোরেদের মন্ত্রীসভা… কেন বলেছিলেন বাঙালিয়ানার প্রতীক

ডঃ অরিন্দম বিশ্বাস : আজ বাংলার এবং বাঙালির রাজনীতির এক মহিরুহ চলে গেলেন। শ্রী বুদ্ধদেব …

আদবানি-সখ্যে সংকোচহীন ছিলেন বুদ্ধ

জয়ন্ত ঘোষাল : লালকৃষ্ণ আদবানির বাড়িতে বুদ্ধদেব ভট্টাচার্য মধ্যাহ্ন ভোজে আসবেন। বাঙালি অতিথির আপ্যায়নে আদবানি-জায়া …

নির্মলার কোনও অর্থনৈতিক চিন্তা-ভাবনা নেই

সুমন ভট্টাচার্য এবারের বাজেটটা না গরিবের না মধ্যবিত্তের না ব্যবসায়ীদের কাউকে খুশি করতে পারলো। দেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *