Breaking News
Home / TRENDING / শিল্প সম্মেলনের ঠিক আগে জিন্দাল সিমেন্টের উদ্বোধন, মুখরক্ষা মুখ্যমন্ত্রীর

শিল্প সম্মেলনের ঠিক আগে জিন্দাল সিমেন্টের উদ্বোধন, মুখরক্ষা মুখ্যমন্ত্রীর

ঈষানিকা ভোরাই

 

চতুর্থ বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের ঠিক একদিন আগেই রাজ্য শিল্প মানচিত্রে যুক্ত হচ্ছে পশ্চিম মেদিনীপুরের শালবনিতে জিন্দাল গ্রুপের সিমেন্ট কারখানা। পাশাপাশি খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের জন্য একটি আন্তর্জাতিক সংস্থার সঙ্গে মউ স্বাক্ষরও হচ্ছে রাজ্যের।
বৃহৎ শিল্প বঞ্চিত রাজ্যের শিল্প সম্মেলনের আগে এই ঘটনা মুখ্যমন্ত্রীকে বাড়তি অক্সিজেন যোগাল বলেই সংশ্লিষ্ট মহলের ধারণা।
সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় শালবনিতে সিমেন্ট কারখানার উদ্বোধন করলেন। ১৩৪ একর জমিতে ৮০০ কোটি টাকা ব্যয়ে এই কারখানা তৈরি করেছে জিন্দাল গ্রুপ। বছরে ২.৪ মেট্রিক টন সিমেন্ট উৎপাদিত হবে এই কারখানা থেকে। কয়েক দশক ধরে যে রাজ্যে বৃহৎ ও ভারী শিল্পের ভাটা চলছে সেখানে এই কারখানা রাজ‍্যে শিল্পায়নের নতুন শুরু বলেই মনে করছে নবান্ন। তাছাড়া অনেকেই মনে করেন রাজ‍্যে শিল্প স্থাপনের জন্য মুখ্যমন্ত্রীর চেষ্টার ত্রুটি নেই। জিন্দালদের কারখানা তাঁকে কিছুটা স্বস্তি দিল বলেই তাঁর ঘনিষ্ঠ মহলের অভিমত। প্রসঙ্গত কয়েক দিন আগেই রাজ‍্যে বিনিয়োগের ব্যাপারে ইচ্ছা প্রকাশ করেছে ভারত তথা পৃথিবীর বিখ্যাত দুটি শিল্প সংস্থা। তার মধ‍্যে সৌরবিদ্যুতে বিনিয়োগ করতে আগ্রহ দেখিয়ে ইতিমধ্যেই প্রস্তাব দিয়েছে “আদানি গ্রুপ”। অন্যদিকে “অশোক লে-ল্যান্ড” খ্যাত “হিন্দুজা গোষ্ঠী” এই রাজ্যে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে। চতুর্থ বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের ঠিক আগেই এই ধরনের প্রস্তাবে বেশ খুশি নবান্নের শীর্ষ কর্তারা। তাঁদের মতে, মুখ্যমন্ত্রীর নিরন্তর প্রয়াস শিল্পপতিদের কাছে এ রাজ্যের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। মুখ্যমন্ত্রী যেভাবে একেবারে ব্যক্তিগত স্তরে গিয়ে আম্বানি, জিন্দালদের মত শিল্পপতিদের সঙ্গে সমন্বয় রেখে চলেছেন এটা তারই ফল। এদিকে সোমবারই নবান্নতে মউ স্বাক্ষর হল কেএফসি, পিৎজা হাটের মত আন্তর্জাতিক সংস্থার ভারতীয় অংশীদারদের সঙ্গে খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের। এই মউ স্বাক্ষরের মাধ্যমে প্রথম পর্যায়ে প্রায় ১০০ কোটি টাকা বিনিয়োগ করবে তারা। চতুর্থ বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন শুরুর আগেই এই খবরে ‘ফিল গুড’ পরিবেশ নবান্নে।

 

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

 

আরও পড়ুনঃ-

 

https://channelhindustan.com/2018/01/mukul-received-minority-response-in-noapara-campaign/

Spread the love

Check Also

চোরেদের মন্ত্রীসভা… কেন বলেছিলেন বাঙালিয়ানার প্রতীক

ডঃ অরিন্দম বিশ্বাস : আজ বাংলার এবং বাঙালির রাজনীতির এক মহিরুহ চলে গেলেন। শ্রী বুদ্ধদেব …

আদবানি-সখ্যে সংকোচহীন ছিলেন বুদ্ধ

জয়ন্ত ঘোষাল : লালকৃষ্ণ আদবানির বাড়িতে বুদ্ধদেব ভট্টাচার্য মধ্যাহ্ন ভোজে আসবেন। বাঙালি অতিথির আপ্যায়নে আদবানি-জায়া …

নির্মলার কোনও অর্থনৈতিক চিন্তা-ভাবনা নেই

সুমন ভট্টাচার্য এবারের বাজেটটা না গরিবের না মধ্যবিত্তের না ব্যবসায়ীদের কাউকে খুশি করতে পারলো। দেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *