নিজস্ব প্রতিনিধি :
মুকুল রায়ের খান্নার অফিসের মালিক শরৎ সিংহকে গ্রেফতার করল রাজ্য গোয়েন্দা বিভাগ। মঙ্গলবার রাতের দিকে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে এখনও পর্যন্ত খবর। ঠিক কি অভিযোগে তাঁকে গ্রেফতার করা হল তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। তবে শোনা যাচ্ছে তাঁর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ রয়েছে। যদিও দীর্ঘ দিনের ব্যবসায়ী শরৎ সিংহ শুধু কলকাতা নয়, দেশ ও বিদেশের বিভিন্ন শহরে ব্যবসা করেন। ইঞ্জিনিয়ারিং মালপত্রের ব্যবসা তাঁর।
মুকুলকে অফিস দিয়েছিলেন বলেই তাঁর ওপরে খাঁড়ার আঘাত নেমে এল বলে মনে করছে মুকুলঘনিষ্ঠ মহল। তাঁদের বক্তব্য রাজ্যে যেন এমারজেন্সি চলছে। মুখ্যমন্ত্রী যেন মমতা নয়, এমারজেন্সির মানুদা!
মুকুল রায়কে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে বলেন, “খবর পেয়েছি। আমি জানি উনি সৎ লোক। কি হয়েছে দেখতে হবে। আইনের লড়াই লড়ব। ”
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan