নিজস্ব সংবাদদাতা :
‘সততার প্রতীক’ মমতা বন্দ্যোপাধ্যায়ের সৎ সাহস নেই। বৃহস্পতিবার, কলকাতায় রাজ্য বিজেপির সদর দফতরে বসে বললেন মুকুল রায়। বুধবার, মুখ্যমন্ত্রী বিধানসভাতে বিশ্ববাংলা নিয়ে ‘ভুল তথ্য’ দিয়েছেন বলে জানালেন মুকুল রায়। তাঁর দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহস থাকলে নিরপেক্ষ কোনও এজেন্সিকে দিয়ে তদন্ত করান। তিনি বলেন, “তাহলেই তো কে সঠিক আর কে বেঠিক বলছেন তা সামনে আসবে।” বিশ্ববাংলা ব্র্যান্ড যদি সত্যিই রাজ্য সরকারের হয়, তাহলে তা প্রমান করতে প্রয়োজনীয় নথিপত্র রাজ্যের মানুষের সামনে কেন আনছে না রাজ্য সরকার! এই প্রশ্ন তুলে ধরে মমতা বন্দোপাধ্যায়ের সততা নিয়ে প্রশ্ন তুলে দিলেন মুকুল রায়। তাঁর প্রশ্ন, রাজ্য সরকারের সঙ্গে বিশ্ববাংলা ব্র্যান্ড নিয়ে চুক্তির কপি কোথায়! কী শর্তে এই চুক্তি হয়েছিল!
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan