দেবক বন্দ্যোপাধ্যায় :
এবার সরাসরি মমতাকে চ্যালেঞ্জ করলেন মুকুল রায়।
বুধবার বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, বিশ্ববাংলা নিয়ে কুৎসা করছে বিরোধীরা। মুকুল ঘনিষ্ঠদের মতে যে কোনও বিরোধী সমালোচনাকে কুৎসা বলে দেগে দেওয়া, বিরোধী কণ্ঠস্বর গলা তুললেই মাওবাদী বলে দেগে দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায়দের কৌশল। এমনকি কোনও সাংবাদিক অপছন্দের প্রশ্ন করলে তাঁকেও কোনও একটা রাজনৈতিক দলের ‘দালাল’ বলে চিহ্নিত করা তৃণমূলের সংস্কৃতিতে পরিণত হয়েছে। তাই মুখ্যমন্ত্রী কি বললেন তা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই।
মুকুল নিজে অবশ্য এদিন সরাসরি বেশি কিছু বলেননি। তবে যা বলেছেন তা মোক্ষম। বিধানসভায় মুখ্যমন্ত্রীর বিবৃতি নিয়ে দিলীপ ঘোষ কড়া প্রতিক্রিয়া দিয়েছেন। মুকুল এদিন এই বিষয়ে মোটের উপর চুপ ছিলেন। মমতা তাঁর বক্তব্যে মুকুলের নাম করেননি। মুকুলও এদিন চ্যানেল হিন্দুস্তানকে মমতার নাম না করেই বলেন, “আজ একজন বলেছেন, কাল আমি বলব। আজ একজনের কথা নিয়ে আলোচনা হচ্ছে, কাল আমার কথা নিয়ে হবে।”
মমতা এদিন বিধানসভায় বিবৃতি দিয়ে নিজেই বিশ্ববাংলা বিতর্কে ঢুকে পড়েছেন। রাজনৈতিক মহলের মতে, মুকুলও মমতার নাম না করে পান্টা বিবৃতি দিয়ে বুঝিয়ে দিয়েছেন, এবার লড়াই সরাসরি।
মুকুল বলেছেন তিনি কাল মুখ খুলবেন, তবে কাল বলতে আক্ষরিক অর্থেই আগামী কাল বা বৃহস্পতিবার বুঝিয়েছেন নাকি অদুর ভবিষ্যতে যে কোনও সময়! তা অবশ্য পরিস্কার করেননি চাণক্য।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan