নীল বণিক :
অনেকে বলেন রাজ্য বিজেপিতে এখন নাকি ‘চক দে ইন্ডিয়া চলছে!’
কী রকম!
এ যেন শহরুখ খানের বিখ্যাত ছবির পলিটিকাল ভার্সন! সেই দুটি মেয়ের কথা মনে আছে? সিনেমার সেই দুই হকি খেলোয়াড়কে? যারা শুধু ঝগড়া করত। এমনকি খেলার সময় একে অপরকে বল পাস পর্যন্ত করত না।
রাজ্য বিজেপির অবস্থা নাকি সেরকম! মুকুল আর দিলীপ নাকি আদায় কাঁচকলায়!
তাঁরা কিন্তু একে অপরকে পাস দিয়েই খেলছেন। কয়েকদিন আগেই সবং-এ দলের প্রার্থী নির্বাচন নিয়ে জিজ্ঞাসা করায় মুকুল বলেছেন, “ওসব দিলীপদারা দেখছেন।” বুঝিয়ে দিয়েছেন প্রার্থী নির্বাচনের দায়িত্বটা দিলীপ ঘোষ, সুরেশ পুজারীরাই সামলাচ্ছেন। তিনি এসবে নেই। বুধবার, বিধানসভায় মুখ্যমন্ত্রীর বিবৃতির পর মুকুলের পাশে দাঁড়ালেন দিলীপ ঘোষ। বললেন, “হিম্মত থাকলে মুকুলের মত মুখ্যমন্ত্রীও কাগজ বার করে বিধানসভায় দেখান যে তাঁরা সত্যি কথা বলছেন। বিধানসভায়, জনতার দরবারে আগে নিজেদের সৎ প্রমান করে দেখান। তা না করে আদালতে দৌড়েছেন!”
বাতাসে যতই ভেসে বেড়াক দু’জনের বিবাদের কথা, দু’জনে কিন্তু কোচ আর ক্যাপ্টেনের সম্পর্ক বজায় রেখেই দল চালাচ্ছেন। এমনটাই বলছেন দুই নেতার ঘনিষ্ঠরা।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan