মহেশ্বর নাগ :
তিনি উত্তর ২৪ পরগনার ডাকাবুকো নেতা। মুকুল রায় যখন তৃণমূলে দোর্দণ্ডপ্রতাপ সেকেন্ড ইন কম্যান্ড তখনও তিনি ছিলেন মুকুলবিরোধী। শুধু বিরোধী বললে কম বলা হয়, বলা ভাল সোচ্চার মুকুলবিরোধী।
মুকুল সম্পর্কে সংবাদ মাধ্যমের কাছে বক্তব্য পেশ করার দায়িত্ব বর্তেছে পার্থ চট্টোপাধ্যায়ের ওপর। মুকুলের ওপর হাড়ে চটা এই নেতা ভেতরে ভেতরে উসখুস করলেও, প্রকাশ্যে কিছু বলতে পারছেন না। তবে ঘরোয়া আড্ডায় নিজের রাগ গোপন করছেন না তিনি। বলছেন, “বিজেপিতে যোগ দিয়ে ফিরলে ওকে (মুকুল) কাচড়াপাড়ায় ঢুকতেই দেব না!”
তাঁর দলনেত্রী বিজেপিকে ভারত ছাড়া করার ডাক দিয়েছেন, আর তিনি আপাতত ‘বিজেপি নেতা’ মুকুলকে কাচড়াপাড়া ছাড়া করার কথা ঘোষণা করেছেন ঘনিষ্ঠ মহলে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
আরও পড়ুন :-
https://channelhindustan.com/2017/10/26/mamata-mukul-votebank-copy/