নীল বণিক
রাজ্যে সংখ্যালঘুদের উন্নয়নে কিছুই করেনি তৃণমূল সরকার। অন্যান্য রাজ্যের তুলনায় এ রাজ্যের সংখ্যালঘুরা প্রচুর বঞ্চনার শিকার হন। সেই সংখ্যালঘুদের কাছে টানতে এবার মুকুল রায়কে কাজে লাগাতে চায় সংঘ পরিবার। আগামি শনিবার জ্ঞানমঞ্চে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের সঙ্গে সংঘ পরিবার একটি কনভেনশন করছে। এই অনুষ্ঠানে মূল বক্তা বিজেপি নেতা মুকুল রায়। এছাড়াও কনভেনশনে তিন তালাক বিরোধী আন্দোলনকারী ইসরত জাহান, নাখোদা মসজিদের ইমাম মৌলানা সফিক, মৌলানা করিম জোহার সহ মুসলিম সমাজের ব্যাক্তিত্বরা উপস্থিত থাকবেন। সংগঠনের মুখপাত্র সিদ্ধার্ত চ্যাটার্জি জানান, সংঘ কখনই মুসলিম বিরোধী ছিল না। কংগ্রেস সহ, অনান্য রাজনৈতিক দল চক্রান্ত করে সংঘ সম্পর্কে মুসলমানদের ভয় দেখায় বলে জানান তিনি। রাজ্যের সংখ্যালঘুদের এই ভয় কাটাতেই তাঁরা মুকুল রায়কে সংগঠনের কর্মসূচিতে চান। গুজরাট, মধ্যপ্রদেশ, সহ বিজেপি শাসিত রাজ্য গুলির মুসলিমদের থেকে এরাজ্য কতটা পিছিয়ে তা তুলে ধরতেই মুকুল রায়কে প্রধান বক্তা রুপে নির্বাচিত করা হয়েছে বলে জানান সিদ্ধার্ত চ্যাটার্জি।