দেবক বন্দ্যোপাধ্যায় :
প্রধানমন্ত্রী নরেন্দ্রভাই দামোদর দাস মোদিকে হাসিমারায় উষ্ণ অভ্যর্থনা জানাতে গিয়ে নিজেই উষ্ণতার স্পর্শ পেলেন মুকুল রায়।বৃহস্পতিবার বেলা দু’টো নাগাদ হাসিমারায় অবতরণ করে প্রধানমন্ত্রীর বিমান। বিজেপির তরফে মুকুল রায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। বিজেপিতে যোগ দেওয়ার চার মাসের মাথায় দেশের প্রধানমন্ত্রী তথা বিজেপির একম অদ্বিতীয়ম পোস্টার বয় মোদির সাক্ষাতের অভিজ্ঞতা কেমন? মুকুলের কথায়, “আমি অভিভূত! এসেছিলাম উষ্ণ অভ্যর্থনা জানাতে ফিরে যাচ্ছি তাঁরই উষ্ণ আন্তরিক ব্যবহারের স্পর্শ নিয়ে।” কি কথা হল প্রধানমন্ত্রীর সঙ্গে? মুকুলের উত্তর, রাজ্যের উন্নয়ন সংক্রান্ত কয়েকটি বিষয় প্রধানমন্ত্রীকে বলেছি। মোদিজি হাসি মুখে বলেছেন, সব হোগা মুকুলজি।” হাসিমারায় মোদির হাসি দিনের শেষে মুকুলের মুখেও হাসি ফুটিয়েছে!
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan