নীল বণিক :
শনিবার মোহন ভাগবতের সঙ্গে মুকুল রায়ের বৈঠক নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা। শনিবার জ্ঞানমঞ্চে আরএসএসের একটি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সংঘ প্রধান মোহন ভাগবত। সেই অনুষ্ঠানে মুকুল রায়ও থাকবেন বলে জানা গিয়েছে। অনুষ্ঠান শেষে সংঘ প্রধান মোহন ভাগবত আলাদা করে মুকুল রায়ের সঙ্গে কথা বলতে পারেন। এমনকি রাতে মোহন ভাগবতের ডাকা বিশেষ নৈশভোজেও মুকুল রায় উপস্থিত হতে পারেন বলে জোর গুঞ্জন কেশব ভবনে। বাংলার সামগ্রিক অবস্থা নিয়ে দুজনের আলোচনা হতে পারে বলে খবর। তবে এবিষয়ে এখনই আগবাড়িয়ে কোনও মন্তব্য করতে রাজি হচ্ছেন না রাজ্যের আরএসেসের নেতারা।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan