নিজস্ব সংবাদদাতা
পাঁচ কোটি চাকুরীজীবীদের ‘জোর কা ঝটকা’ দিল কেন্দ্র সরকার। এম্প্লয়িজ প্রভিডেন্ট ফান্ড বা ইপিএফে সুদের হার ফের কমানো হল। ৮.৬৫ থেকে কমিয়ে সুদের হার ৮.৫৫% করার ঘোষণা করল ইপিএফও। ২০১৫-১৬ সালে ইপিএফের সুদের হার ছিল ৮.৮%। ২০১৬-১৭ সালে তা কমিয়ে ৮.৬৫% করে কেন্দ্র সরকার। এবার ২০১৮ সালেও ফের কমল সুদের হার। এবারের বাজেটে মধ্যবিত্তের ঝুলিতে কিছুই পড়েনি। এরওপর ইপিএফের সুদ কমিয়ে চাকুরীজীবীদের আরও হাত খালি করে দিল সরকার।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan