নীল বণিক :
তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়তে ফের নড়েচড়ে বসছে মাওবাদীরা। সূত্রের খবর ঝাড়গ্রামের একাধিক মাও অধ্যুষিত এলাকায় ঝাড়খন্ড থেকে রানা মুন্ডার নেতৃত্বে একটি দল ক্রমেই সক্রীয় হয়ে উঠেছে। গত কয়েকমাস ধরেই ঝাড়গ্রামের চাকাল ডোবা গ্রামে রাতের দিকে মাওবাদীরা ছয় থেকে সাত জনের টিমে ভাগ করে ঝাড়খন্ড থেকে আসতে শুরু করেছেন বলে সূত্রের খবর। ঝাড়গ্রাম থেকে চাকাল ডোবা গ্রামের দূরত্ব প্রায় ২৬ কিলোমিটার। কর্মসংস্থান সহ বেশ কয়েকটি ইস্যুতে জঙ্গলমহলে গ্রামের মানুষের সঙ্গে গ্রুপ মিটিং করছেন তাঁরা। আবার সূর্যের আলো ফোটার আগেই তারা ঝাড়খন্ডের দিকে ফিরে যাচ্ছেন। পঞ্চায়েত ভোটের আগে জঙ্গলমহলে মাওবাদীদের সক্রিয়তা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনীতিবিদরা।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan