নীল বণিক :
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ ছিল, মুকুল মিথ্যা বলেছেন। অভিষেকের আইনজীবী জানিয়েছিলেন, মুকুল ক্ষমা চাইবেন, নইলে মামলা। এখন ছবিটা উল্টো। এবার মুকুলের আইনজীবী মামলার হুমকি তো দিচ্ছেনই তার ওপর আরও অনেক কিছু হতে পারে বলে কড়া বার্তা দিচ্ছেন।
আইনজীবী সোম মন্ডল(মুকুল রায়ের আইনজীবী) জানান, “অভিষেক নিজের মতো করে আইনি নোটিশ পাঠিয়েছেন। দলের মঞ্চ থেকে মুকুল রায় যা বলেননি তারও জবাব চাওয়া হয়েছে। মুকুল রায়কে বদনাম করতেই আইনি নোটিশে এই সব প্রশ্নের উত্তর চাওয়া হয়েছে। মুকুল রায দলের মঞ্চ থেকে যে অভিযোগগুলি এনেছেন তার প্রত্যেকটা জবাব দশ পাতার আইনি নোটিশে দেওয়া হয়েছে।” উল্টে নোটিশে মনগড়া কথা জানতে চাওয়ার জন্য বুধবার ফের নোটিশ পাঠানো হয়েছে অভিষেককে। অভিষেক যদি এর জবাব না দেন, তাহলে তাঁরাই আইনের দারস্থ হবেন বলে দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে জানান মুকুল রাযের আইনজীবী সোম মন্ডল।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
আরও পড়ুন :-
https://channelhindustan.com/2017/11/collage-students-join-bjp/