ওয়েব ডেস্ক :
অবশেষে সোমবার মসুলকে ‘টোটাল ভিকট্রি’ বলে ঘোষণা করল ইরাক। ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুল এতদিন ছিল ইসলামিক স্টেটের কবলে, যা গত তিনবছর ধরে ইরাকী সেনাদের আমরণ লড়াইয়ের ফলে এখন আইসিস মুক্ত বলে জানিয়েছে ইরাকের প্রধানমন্ত্রী হাইদার-আল-আবাদি।
আইসিসের বিরুদ্ধে নৃশংস লড়াইয়ের কথাও এদিন উল্লেখ করেন আল-আবাদি। আমাদের জয় এসেছে শহিদদের রক্তের বিনিময়ে। রবিবার মসুলে যান আল-আবাদি। তিনি অভিনন্দন জানান তাঁর সেনাদের। ইরাকী সেনাদের ক্যাপ্টেন মারওয়ান হাদি ভ্রমণবিলাসীদের বলেছেন, “আপনারা আসুন, আমাদের শহর দেখুন, থাকুন।”
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন