ওয়েব ডেস্ক:
টেনিস কোর্টে খুব-একটা ভাল সময় যাচ্ছে না সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচের। এমন সময় তাঁর সঙ্গে নাম জড়ালো বলিউড তারকা দীপিকা পাড়ুকোনের। এবং এই খবর ফাঁস করেছেন জোকোভিচের প্রাক্তন বান্ধবী পপস্টার নাতাশা। তিনি নাকি এও বলেছেন, দীপিকার সঙ্গে প্রেম করলে ভাল থাকে জোকো!
নাতাশার সঙ্গে জোকোভিচের ছাড়াছাড়ি হয়ে যায়। এরপর জোকোভিচ বিয়ে করেন ইয়েলেনা রিস্টিককে। তবে টেনিস তারকার বেশি উৎসাহ বলিউড তারকার সঙ্গে প্রেম আর ডেট করতে! দীপিকার সঙ্গে জোকোভিচের ঘনিষ্ঠতার শুরু ইন্টারন্যাশনাল প্রিমিয়ার টেনিস লিগে মিক্সড ডাবলস খেলার সময় থেকে। দীপিকা ছিলেন জোকোভিচের জুটি।
২০১৫-তে লস আঞ্জেলেসের একটি বার থেকে ওঁদের দু’জনকে নাকি বেরোতেও দেখেছিলেন অনেকেই। সেইসময় সাংবাদিকরা জিজ্ঞেস করলে জোকোভিচ স্ত্রী ইয়েলেনা রিস্টিকের বান্ধবী বলে পরিচয় দিয়েছিলেন দীপিকাকে। এরপর ২০১৬-তে দীপিকার প্রথম হলিউড ছবি ‘ট্রিপল এক্স: রিটার্ন অফ জ্যান্ডার কেজ’ দেখার জন্য জোকোভিচকে আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি।
এখন টেনিস মহলে জোকোভিচের ফর্ম নিয়ে আলোচনার চেয়ে বেশি চর্চা চলছে জোকোভিচ-দীপিকার প্রেম। ফিসফিস ফিসফাস শোনা যাচ্ছে পাঁচ টেনিস খেলোয়াড় এক জায়গায় হলেই! কেউ কেউ আবার আড়ালে আবডালে বলছেন জোকোভিচের সংসার ভাঙবে নাকি!
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন