Home / TRENDING / আশঙ্কা জাগিয়ে কলকাতা সহ দেশের বিভিন্ন শহর পরিণত হচ্ছে এক একটা গরম দ্বীপে, রিপোর্ট

আশঙ্কা জাগিয়ে কলকাতা সহ দেশের বিভিন্ন শহর পরিণত হচ্ছে এক একটা গরম দ্বীপে, রিপোর্ট

নিজস্ব প্রতিনিধি :

দিনে প্রচণ্ড গরম। সূর্যের তাপের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রা। রাতেও থেকে যাচ্ছে দারুণ গরমের রেশ। দেশের বড় শহরগুলিতে এই ছবি বিগত বেশ কয়েক বছরের। সম্প্রতি খড়গপুর আইআইটির একটি সমীক্ষা দেখালো যে দেশের বড় শহরগুলি পরিণত হয়েছে ‘জ্বলন্ত দ্বীপ’-এ। প্রায় সারা বছরই অস্বাভাবিক গরমে আর তাপে জ্বলতে থাকে শহরগুলি। সমীক্ষায় দেখানো হয়েছে যে সমস্ত বড় শহর যাদের জনসংখ্যা ১ লাখের বেশি গরমে তাদের পারদ চড়ে যাচ্ছে অত্যন্ত বেশি। দিনের পারদ তেমন নামছে না রাতেও। আর এর জেরে শারীরিক অসুস্থতা বাড়ছে রীতিমত। তুলমূলক ভাল অবস্থ মূল শহরের বাইরের এলাকাগুলির। অধ্যাপক অরুন চক্রবর্তী বলেছেন, এই প্রথমবার আইআইটি স্যাটেলাইট এর ছবি এবং তথ্য বিশ্লেষণ করে বুঝতে পারল যে প্রত্যেক শহরে প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা বেড়ে যাচ্ছে। পুনা গৌহাটি বা কলকাতার মত শহর যেখানে শহুরে এলাকার বাইরে সংযুক্ত এলাকায় প্রচুর গাছ রয়েছে সেখানে শহরগুলির ওপর অনেকটা ঠাণ্ডার প্রলেপ পড়ে। তুলনায় রুক্ষ্ এলাকায় গরম অনেক বেশি। সমীক্ষা অনুযায়ী সবুজায়ন এবং পুকুর নদী নালার সঠিক সংরক্ষণ গরমের প্রকোপ কমাতে সাহায্য করবে।

Spread the love

Check Also

কেমন হলো, মুখ্যমন্ত্রীর এপিসোডের প্রথম ঝলক ?

সুচরিতা সেন, বিনোদন ডেস্ক রোজ বিকেলে বাংলার প্রতিটি ঘরে বিনোদন শুরু হয় এই শো এর …

বছর শুরুতে শিব দরবারে মিমি

চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স বর্তমানে বেনারস ভ্রমণে ব্যস্ত টলিউড নায়িকা। সেখানকার অলি-গলিতে ঘুরছেন। সদ্য ওটিটি …

রশিদ খানের ফিরে দেখা জীবনধ্যায়

বিনোদন ডেস্ক, সুচরিতা সেন, আবার নক্ষত্রপতন, না ফেরার দেশে চলে গেলেন ওস্তাদ রশিদ খান। গানের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *