নীল বণিক :
বছরের শেষ রাতে হাফ ডজন গোল খেল তৃণমূল কংগ্রেস।
উত্তর দিনাজপুরে সংখ্যালঘু ভোটে ব্যাপক ধস নামিয়ে উঠলো লাল পতাকা। হেমতাবাদে বাঙালিবাড়ি অঞ্চলে ইসলামপুরের মাদ্রাসাতে বামেদের কাছে গোহারা হারল তৃণমূল কংগ্রেস। ৬-০ ব্যাবধানে ইসলামপুর মাদ্রাসা রাজ্যের শাসক দলের হাত থেকে ছিনিয়ে নিল বামেরা। বামপন্থীদের এই জয়ের জন্য সেখানকার মানুষকে কৃতিত্ব দেন রায়গঞ্জের সিপিএম সাংসদ মহম্মদ সেলিম। তিনি বলেন, তৃণমূলের মেরুকরণের রাজনীতির বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছেন। এই জয় দলের নয়, জয় সর্বসাধারণের।