বিশেষ প্রতিনিধি :
গুরুঙ্গ গ্রেফতার হলে আগুন জ্বলবে পাহাড়ে। মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিয়ে বললেন মোর্চা নেতা রোশন গিরি। তাঁর বক্তব্য, তাঁদের নামে মিথ্যা মামলা করা হয়েছে। বিদেশী যোগের যে অভিযোগ করা হয়েছে তা মনগড়া, কাল্পনিক। তাঁর কথায়, “আমাদের বিরুদ্ধে ইউএপিএ দিতে ইচ্ছে হয়েছে, তাই দেওয়া হচ্ছে। গুরুঙ্গকে গ্রেফতার করার যে কল্পনা মমতা ব্যানার্জি করছেন তা বোকামি। গুরুঙ্গকে গ্রেফতার করলে গোটা পাহাড় জ্বলবে।” সিকিমের মুখ্যমন্ত্রীর কাছে তাঁরা যে কৃতজ্ঞ, এদিন সে কথাও জানান রোশন। বলেন, বিপদের সময়ে সিকিম আমাদের সাহায্য করেছে। যদি প্রয়োজন হয় সাময়িক ভাবে তাঁরা সিকিমের অংশ হতে পারেন তবে পশ্চিমবঙ্গে আর থাকবেন না বলে জানান মোর্চার নাম্বার টু। তবে তাঁদের মূল দাবি গোর্খাল্যান্ড। সেখান থেকে তাঁরা কোনও অবস্থাতেই সরবেন না বলে জানান তিনি।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan