নিজস্ব সংবাদদাতা
আইজলের বিরুদ্ধে চিঠি পাঠালো মোহনবাগান।
এবার কলকাতার দুই বড় ক্লাবই আইজলে খেলতে গিয়ে হেনস্তার শিকার হয়েছে। ম্যাচে আইজলের সমর্থকদের পছন্দের ফলাফল না হলেই, পরিবেশ–পরিস্থিতি উত্তপ্ত করে তোলে তারা। বৃহস্পতিবার আইজলের বিরুদ্ধে ম্যাচের পর রেফারিকে ঘরে সমর্থকরা বিক্ষোভ দেখান। এরই প্রতিবাদে গোটা ঘটনার উল্লেখ করে আই লিগের সিইও সুনন্দ ধরকে চিঠি দিলেন বাগান অর্থ সচিব দেবাশিস দত্ত। ২৫ জানুয়ারি ম্যাচের পর গ্যালারিতে থেকে বোতল পরেছে মাঠে, মিনিট ২০ মাঠেই আটকে থাকতে বাগান টিমকে। এ সব ঘটনার বিবরণ দেওয়া হয় চিঠিতে। ওইদিন ম্যাচের পর আইজল পুলিস প্রশাসনের সঙ্গে দেখা করে নিরাপত্তা চান দেবাশিস। কিন্তু, পুলিস জানায়, তারা কিছু করতে পারবে না। চিঠিতে বাগানের তরফে লেখা হয়, ভারতীয় ফুটবলের স্বার্থে আইজলের সমর্থকদের এরকম অভব্য আচরণ বন্ধ হোক। ফেডারেশন যেন আইজল সমর্থকদের এই আচরণের বিরুদ্ধে কড়া কোনও শাস্তি দেওয়া হোক।