নীল বণিক :
দেশে বেসরকারি বিনিয়োগ বাড়াতে আসন্ন বাজেটে কর ছাড়ের ঘোষণা করতে পারেন অর্থমন্ত্রী অরুন জেটলি। ২০১৯ এ লোকসভা ভোটের আগে এটাই শেষ পূর্ণাঙ্গ বাজেট। তার আগে কর্মসংসস্থান বাড়াতে বিভিন্ন দিক খতিয়ে দেখছে অর্থমন্ত্রক ও প্রধানমন্ত্রী দফতর। সূত্রের খবর বানিজ্যমন্ত্রী সুরেশ প্রভু প্রস্তাব দিয়েছেন নতুন বিনিয়োগের ক্ষেত্রে কর ছাড় দেওয়া হোক। দীর্ঘকালীন মেয়াদে কর ছাড় দেওয়া ও অন্যান্য সুবিধা দেওয়া নিয়ে আলোচনা চলছে।দুই থেকে তিন বছর কর ছাড় দিলে নির্দিষ্ট পরিকল্পনা করে এগোতে পারবে বেসরকারি সংস্থাগুলো। ফলে বাড়বে কর্ম সংস্থান। ।নোটবন্দি, জিএসটি, জিডিপি নিয়ে দেশবাসীর রোষের মুখে রয়েছে বিজেপি। সামনেই লোকসভা ভোট, তারআগে ভোটারদের মন ভেজাতে ম্যাজিকমন্ত্র খুঁজছে মোদি সরকার। কর্মসংস্থান বাড়লে ভোটের আগে মোদি সরকার একটু স্বস্তির নিশ্বাস ফেলতে পারবে বলে মনে করছে অনেকেই।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindusta