নিজস্ব প্রতিনিধি :
মোহনবাগানে নতুন বিদেশি দিয়োগো আলেকজান্দ্রা আলভেস ফেরেইরার খেলা ইউ টিউবে দেখে মুগ্ধ মোহনবাগানের চিফ কোচ সঞ্জয় সেন। দিয়োগো তখন খেলছিলেন মালয়েশিয়ান লিগে পেনাংয়ের হয়ে। শোনা যাচ্ছে, দিয়োগোর মতো ফুটবলার খুবই কম এসেছে এ দেশে! ডিফেন্সিভ মিডফিল্ডার দিয়োগো দুর্দান্ত খেলেন।
সোনি চুক্তিপত্রে সই না করলেও সবুজমেরুন জার্সি পরেই আই লিগ খেলবেন একেবারে নিশ্চিত। রক্ষণে ভরসা দিতে চলে এসেছেন কিংসলে। তিনি রীতিমতো অনুশীলনও শুরু করে দিয়েছেন। আই লিগ খেলার জন্য মহামেডান থেকে লোনে আসবেন ডিপান্ডা ডিকা। ইতিমধ্যেই চার বিদেশি ঠিক হয়ে গেছে সবুজমেরুনে। এবার যেহেতু ছয় বিদেশি রেখে পাঁচ বিদেশি খেলাতে পারবে আই লিগে। তাই আরও দুই বিদেশি নিতে হবে। লালহলুদে খেলে যাওয়া ডংয়ের দিকে নজর ছিল সবুজমেরুনের। কিন্তু সমস্যা হল ডং জানুয়ারির আগে রিলিজ পাবেন না। তিনি এখন মালয়েশিয়ান লিগে খেলছেন। তাই ডংককে ছেড়ে এশিয়ান কোটার ফুটবলার হিসেবে নজর রয়েছে লাজংয়ে খেলা য়ুটার প্রতি। য়ুটা আটাকিং মিডফিল্ডার। এঁর দিকে ইস্টবেঙ্গলেরও নজর আছে। তবে মোহনবাগান অনেকটা এগিয়ে রয়েছে য়ুটাকে পাওয়ার ব্যাপারে। আই লিগের জন্য যেহেতু চার বিদেশি ঠিক হয়ে গেছে তাই আরও দুই বিদেশির জন্য তাড়াহুড়ো করতে চাইছেন না সবুজমেরুন কোচ এবং কর্তারা।
আরও পড়ুন :-