মধুকল্পিতা চৌধুরী :
এবারে চীনকে সরাসরি আক্রমণ করলেন তিব্বতি ধর্ম গুরু দালাই লামা। 83 বছর বয়সী দালাই লামা এদিন এক সভায় চীনকে কটাক্ষের সুরে বলেন, ভারতে স্বাধীনতা আছে। তাই তিনি এখানে অনেক বেশি সাচ্ছন্দ বোধ করেন। তবে যেখানে স্বাধীনতা নেই সেখানে তার পছন্দ নয় বলে মন্তব্য করেন তিনি। এখানেই থেমে থাকেননি তিব্বতি ধর্মগুরু। ডোকলাম ইস্যু নিয়েও সমাধানের রাস্তার কথা তুলে ধরেন তিনি। তার মতে, ভারত চীনের তিক্ত সম্পর্ক একমাত্র আলোচনার মাধ্যমেই মিটতে পারে। এমনকি নিজেকে ভারতের শিষ্য বলে অভিহিত করেন তিনি। 50এর দশকের বিখ্যাত হিন্দি চিনি ভাই ভাই স্লোগানের উল্লেখ করেন তিনি। এই স্লোগানের মাধ্যমেই দুই দেশের সম্পর্ক ঠিক করার একমাত্র রাস্তা বলে মনে করেন তিনি। এমনকি তার মতে ডোকালামে খানিকটা উত্তেজনা রয়েছে। তবে তা খুব গুরুতর নয়। দু দেশের এই সমস্যায় মানুষ ও সম্পর্ককে আলাদা রাখার পরামর্শ দেন দালাই লামা। উল্লেখ, ডোকালাম নিয়ে ভারত চীনের সংঘাত প্রায় 50দিন পার করেছে। দু দেশের সম্পর্ক প্রায় তলানিতে এসে ঠেকেছে। বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ সমাধানের কথা বললেও কোনো ফল হয়নি। এমত অবস্থায় দালাই লামার এই মন্তব্য ভারত-চীনের সম্পর্ক আরো তিক্ত করে তুলবে বলেই মনে করছে বিভিন্ন মহল। যদিও দালাই লামার মন্তব্যের প্রেক্ষিতে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বেজিংয়ের তরফে।