ওয়েব ডেস্ক:
খেলার শুরুর আগেই ইস্টবেঙ্গলকে হারালো মোহনবাগান। আই লিগের হোম ম্যাচ মোহনবাগান খেলবে নিজেদের মাঠেই। সেইজন্য মোহনবাগান মাঠ ঘুরে দেখলেন আই লিগের সিইও সুনন্দ ধর। ছবিও তুললেন। আই লিগ খেলার জন্য পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই মাঠে। আলোর পুজোর মধ্যেই করে ফেলবেন সবুজমেরুন কর্তারা। এমনটাই জনিয়েছেন সুনন্দ ধরকে।