ওয়েব ডেস্ক:
কে-কে মানে ক্রোমা আর কামো। মোহনবাগানের অনুশীলনের প্রথম দিনই ইস্টবেঙ্গলকে টানা সাতবছর লিগ জয় থেকে বিরত করবেন। কে-কে জুটি ঘিরেই বাগান সমর্থকেরা স্বপ্ন দেখছেন কলকাতা লিগ জয়ের খরা কাটাবে এবার।
এই দুই বিদেশির কাছে কলকাতা ময়দান নতুন নয়। একজন খেলতেন পিয়ারলেসে অন্যজন জর্জ টেলিগ্রাফে। কলকাতা ময়দান তাঁদের বিমুখ করেছিল। তাই অন্য রাজ্যে পাড়ি দু’জনকেই। সেখানে তাঁদের স্কিল দেখিয়ে ফিরলেন আবার কলকাতা ময়দানে। ক্রোমা তো বলেইছেন, আমি ওডাফা ওকোলির মতো তারকা হতে চাই বাগান সমর্থকদের হৃদয়ে।
নতুন মরশুমে এই দুই বিদেশির মুখ দেখে বাগান সমর্থকদের মুখ উজ্জ্বল হয়ে উঠেছে। আশা করছেন সকলেই নিরাশ করবেন না কে-কে জুটি।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news