চ্যানেল হিন্দুস্থান ডেস্কঃ
কলকাতা বিমানবন্দরে পুলিশি হেনস্তার মুখে অভিনেতা মৈনাক ও তাঁর স্ত্রী ঐশ্বর্য । শুক্রবার রাতে কলকাতা বিমানবন্দরে স্ত্রীকে নিতে এসেছিলেন মৈনাক। অভিনেতার অভিযোগ, সেই সময়ই তাকে এবং তাঁর স্ত্রী কে হেনস্তা করে পুলিশ। শুক্রবার রাতেই বিমানবন্দরে দাঁড়িয়ে ফেসবুক লাইভে হেনস্তার কথা জানান অভিনেতা ও তাঁর স্ত্রী। এদিন অভিনেতা জানান, স্ত্রীকে নিতে বিমানবন্দরে গাড়ি নিয়ে হাজির হন তিনি ।
বিমানবন্দরের ১ বি গেটের সামনে গাড়ি দাঁড় করানোর পরই হঠাৎ করে পুলিশ অভিনেতা ও তাঁর স্ত্রী উপর চিৎকার করতে শুরু করে। অভিনেতা আরও জানান, তাঁর স্ত্রীয়ের সঙ্গে ছিল ভারী লাগেজ। তা নিয়ে গাড়িতে উঠতে একটু সময় তো লাগবেই। কিন্তু পুলিশ খুবই অভদ্র ব্যবহার শুরু করেন তাঁদের সঙ্গে। এমনকী, অভিনেতার অভিযোগ পুলিশ তাঁর স্ত্রীয়ের সঙ্গেও খারাপ ব্যবহার করেছে। মৈনাকের অভিযোগ, অনেক গাড়ি দাঁড়িয়ে থাকলেও, আমার সঙ্গে বিশ্রি ব্যবহার করে গাড়ি সরাতে বলা হয়। তারপর গাড়িতে কাঁটা লাগিয়ে দেয় পুলিশ। এই ঘটনার পর থানায় যান মৈনাক ও তাঁর স্ত্রী। থানায় যাওয়ার পরই গাড়ি ফেরত পান অভিনেতা।
অভিনেতা ও তাঁর স্ত্রীয়ের দাবি, এই ধরনের আচরণের বিরুদ্ধে প্রতিবাদ হওয়া উচিত। পুলিশের এরকম ব্যবহার কোনমতেই মেনে নেওয়া যায় না। মৈনাকের কথায়, ”বেশ কিছু পুলিশকর্মী আমাকে বলেন, ‘সিরিয়াল-সিনেমায় অভিনয় করেন, আপনার ফুটুনি বার করে দেব, আপনাকে এক রাত লকআপে ঢুকিয়ে দেব, এফআইআর করে দেব, তার পর দেখবেন আপনার জীবন বরবাদ হয়ে যাবে”।
https://www.facebook.com/100002664101425/videos/1289120858702072/