নিজস্ব সংবাদদাতা :
অনুশীলন করেননি। মাঠের সাইড লাইনে গালে হাত দিয়ে বসে দলের প্র্যাকটিস দেখছিলেন। এই দৃশ্য দেখেই বৃহস্পতিবার সকালে মোহনবাগান মাঠে হাজির সদস্য, সমর্থকরা উদ্বিগ্ন। সাংবাদিক দেখলেই প্রশ্ন করছেন, ‘শুক্রবারের ম্যাচে কি তাহলে খেলবেন না ক্রোমা?’ প্রথম ম্যাচে গোল করেছেন। ম্যাচের সেরাও হয়েছেন। রেলওয়ে এফসি–র বিরুদ্ধে ক্রোমা না খেলার প্রশ্নে তাই দুশ্চিন্তা হওয়ারই কথা বাগান শিবিরের। হচ্ছেও। বাগান কোচ শঙ্করলাল চক্রবর্তীর কথাতেও সংশয় কাটল না। তিনি নিজে মুখে স্বীকারও করে নিলেন, ‘ক্রোমার চোট রয়েছে। প্র্যাকটিস করেনি। দেখা যাক ম্যাচের দিন সাকালে কী হয়। তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’ অনুশীলনের পর বাগান তারকা আনসুমানা ক্রোমা ছুটলেন ডাক্তারের কাছে। মোটামুটি যা পরিস্থিতি রেলওয়ে এফসি ম্যাচে অনিশ্চিত ক্রোমা।
ক্রোমাকে নিয়ে অনিশ্চয়তার মধ্যেই শুক্রবারের ম্যাচ জয়ের ব্যাপারে সমর্থকদের আশ্বস্ত করে গেলেন ‘বার্থ ডে’ বয় কামো। জন্মদিনের গিফটটা কি তা হলে শুক্রবারের ম্যাচের জন্য তোলা রইল? হাসছেন কামো। হাসি মুখে জবাব, ‘গোল করতে চাই। রেলওয়ে এফসি–র বিরুদ্ধে গোল করার চেষ্টা করব। গোলটা ফুটবলে খুব গুরুত্বপূর্ণ।’ বোঝাই যাচ্ছে, রেলকে বেলাইন করে বার্থ ডে’র উপহারটা সমর্থকদের দিতে চান কামো। রেলকে নিয়ে শঙ্করলালের গলায় সমীহের সুর। ‘ওরা খুব ভাল দল। অফিস টিমগুলোর মধ্যে অন্যতম সেরা।’ আগের ম্যাচে তিনজন গোল পাওয়ায়, এটাকে ‘অ্যাডভান্টেজ’ মানছেন বাগান থিঙ্কট্যাঙ্ক। এদিকে, ভিদালের স্টাইলে চুল কেটে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন চেস্টারপল লিংডো।