ওয়েব ডেস্ক :
কুণাল ঘোষের পর এবার সুমন চট্টোপাধ্যায়। চিট ফান্ড কাণ্ডে এবার আরও একজন মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ নামী সাংবাদিকের নাম সামনে এল। আইকোর সংস্থার মালিক অনুকুল মাইতি সিবিআই-এর কাছে সুমনের নাম বলার পরেই তাঁকে নিয়ে আবার আলোচনা শুরু হয়েছে সাংবাদিক ও রাজনৈতিক মহলে। একসময়ের আনন্দবাজার পত্রিকার নির্বাহী সম্পাদক ও এখন এই সময় পত্রিকার সম্পাদক সুমন দেশের তারকা সাংবাদিকদের অন্যতম।
মুখ্যমন্ত্রী ছাড়াও দিল্লির বহু প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির সঙ্গেই তাঁর সখ্যতার সম্পর্ক। তৃণমূল কংগ্রেসের মুখপত্র জাগো বাংলার পুজা সংখ্যা প্রকাশের মঞ্চেই তিনি টাইমস্ অফ ইন্ডিয়া গ্রুপের এই সময় প্রকাশ করেছিলেন বলে অনেকে দাবি করেন।