নিজস্ব সংবাদদাতা :
সবাই বলছে, ফিকরু তেফেরা নাকি মোহনবাগানে খেলতে পারেন। কিন্তু, আমরা বলছি অন্য কথা। অন্য বিদেশি ফুটবলারের নাম।
তিনি হলেন— ওয়েডসন আনসেলমে।
ইস্টবেঙ্গলের এই প্রাক্তনীর সঙ্গে কথাবার্তা বলেছেন বাগান কর্তারা। ওয়েডসন বাংলাদেশের যে ক্লাবে খেলতেন, সেখানে চুক্তি শেষ হয়ে গেছে।
ফিকরুর সঙ্গে কথা বলেছিলেন কর্তারা, যখন, ক্রোমাকে রিলিজ করে আক্রাম মোগরাবির সঙ্গে কথা বলেছিলেন, তখনই যোগাযোগ করা হয়েছিল ফিকরুর সঙ্গে। এখন সেই কথাবার্তায় ইতি টানা হয়েছে। কথা শুরু হয়েছে ওয়েডসনের সঙ্গে।
ওয়েডসন উইঙ্গারের পাশপাশি মিডফিল্ড পজিশনে খেলেন। তাই, সনির সঙ্গে সঙ্গে জুড়ে দেওয়া হতে পারে ওয়েডসনকে। মাঝমাঠ অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে। ডিকাকে রিলিজ করতে পারলেই বাগানে আসতে পারেন ওয়েডসন।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news