শুভঙ্কর চ্যাটার্জি :
মহমেডানে সমস্যা। প্লাজার সঙ্গে চুক্তি হয়েও খেলা হচ্ছে না প্লাজার। মহমেডানের আর্থিক বনিবনা হচ্ছে না। ফলে কলকাতা এসেও প্লাজাকেও ফিরে যেতে হচ্ছে। বদলে আসছেন এটিকে–র প্রাক্তনী ফিকরু তেফেরা। ফিকরুর সঙ্গে চূড়ান্ত এখনও হয়নি। তবে, মহমেডান কর্তারা বলছেন, জাতীয় দলে খেলার জন্য প্লাজা চলে যাচ্ছেন। আসলে তা নয়। আসল কারণ হল, টাকার অঙ্ক।
মহমেডান ক্লাবে কখন যে কার সঙ্গে সমস্যা তৈরি হবে বলা মুশকিল। ফিকরু খেলার মধ্যে আছে কিনা সেটা জানেন না কর্তারা। ফিকরু তো ইন্ডিয়া ক্রিকেটার বিরাট কোহলি, ধোনিদের সঙ্গে দক্ষিণ আফ্রিকায় ব্যস্ত ছিলেন।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan