নিজস্ব সংবাদদাতা :
মমতার ডাকা তৃতীয় ফ্রন্টে সাড়া দিলনা ডিএমকে। রাজ্যের মুখ্যমন্ত্রী দু’দিন আগে ডিএমকে নেতা স্ট্যানলিকে ফোন করেন। মঙ্গলবার দিল্লিতে এই কথা জানান ডিএমকে সাংসদ স্ট্যানলি। প্রায় কুড়ি মিনিটের উপর জাতীয় রাজনীতি নিয়ে মমতার সঙ্গে স্ট্যানলির আলোচনা হয়। ডিএমকে এখনও কংগ্রসের জোট শরিক। তারপরেও ডিএমকে নেতার সঙ্গে মমতার ফোনালাপ নিয়ে দিল্লির রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন জল্পনা। মমতা বন্দোপাধ্যায় ডিএমকে সাংসদকে ফোনে বলেন, দেশ একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে। তাই আঞ্চলিক দলগুলিকে এগিয়ে এসে দিল্লিতে অকংগ্রেসি ও অবিজেপি সরকার গঠন করতে হবে। তাই সমস্ত আঞ্চলিক দলগুলিকে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেন মমতা বন্দ্যাপাধ্যায়। যদিও মমতার প্রস্তাবে ডিএমকের কী ভাবছে তাই নিয়ে এখনই মুখ খুলতে নারাজ স্ট্যানলি। তিনি শুধু বলেন আমরা এখনও ইউপিএর জোটে রয়েছি। রাজনীতিতে তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত হয়না বলেও মন্তব্য করেন তিনি।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan