নীল বণিক :
বহুদিন জেলে চুপ থাকার পর এবার মমতার বিরুদ্ধে ফোঁস করলেন ছত্রধর মাহাত।
জেলে বসেই খোলা চিঠি লিখে মুখ্যমন্ত্রীর হাতে থাকা পুলিশ দফতরকে তুলোধোনা করলেন ছত্রধর। মমতা বন্দোপাধ্যায়ের আমলে বিগত এক বছরে ২৩ জন আদিবাসী মহিলা ধর্ষিতা হয়েছেন বলে অভিযোগ তাঁর। এছাড়াও ৬ জন অাদিবাসী মহিলা খুন হয়েছেন বলে দাবি করেন ছত্রধর মাহাত। “কিন্তু রাজ্যের পুলিশ যেন নীরব দর্শক।” মমতা বন্দোপাধ্যায়ের প্রশাসনের এই ব্যার্থতার প্রতিবাদে অনশন কর্মসূচি নেওয়ার ডাক দিয়েছেন তিনি। অাগামী ৮ মার্চ বিশ্ব নারী দিবসে রাজ্যের সমস্ত রাজবন্দিদের এই অনশন কর্মসূচিতে অংশগ্রহন করার আহ্বান জানিয়েছেন একদা মমতার জঙ্গলমহলের গাইড ছত্রধর মাহাত।

লিখিত চিঠিটি প্রকৃতই ছত্রধরের কিনা তা চ্যানেল হিন্দুস্তান যাচাই করে নি
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news