দেবক বন্দ্যোপাধ্যায় :
মুকুলের সঙ্গে দেখা করতে চেয়েছেন মোদি।
বুধবার রাতের দিকে মুকুল রায়কে ফোন করে এই খবর দেন কৈলাস বিজয়বর্গীয়। বৃহস্পতিবার মেঘালয় সফরে আসছেন প্রধানমন্ত্রী। সেখানেই হতে চলেছে মোদি-মুকুল মোলাকাত।
কৈলাসের ফোন পেয়েই আইজলের পথে রওনা হয়েছেন মুকুল। সড়ক ও রেলপথ পেরিয়ে প্রথমে হাসিমারা, সেখান থেকে আইজল। মুকুল বলেন, “কৈলাসজি ফোন করেছিলেন। তিনি আমাকে মেঘালয়ে গিয়ে প্রধানমন্ত্রীকে রিসিভ করতে বলেন এবং তাঁর সফর শেষ হলে তাঁকে সি-অফ করতেও বলেছেন আমাকে।”
পশ্চিমবঙ্গে পদ্ম ফোটাতে মুকুলকেই যে বাজি ধরেছেন মোদি তা রাজনৈতিক মহলে এতদিনে স্পষ্ট হয়ে গেছে। দিল্লির নতুন দফতর উদ্বোধনে মুকুলের আমন্ত্রণ পাওয়া বা গুজরাত বা ত্রিপুরার প্রচারে মুকুলকে গুরুত্ব দিয়ে কেন্দ্রীয় বিজেপি ইতিমধ্যেই বুঝিয়ে দিয়েছেন মুকুলকে নিয়ে তাদের পরিকল্পনা সুদূরপ্রসারী। তার মধ্যে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মুকুলকে ‘কেন্দ্রের নেতা’ এবং ‘মোদির লোক’ বলার ফলে রাজ্য বিজেপিও বুঝে গিয়েছে দলে মুকুলের অবস্থান ঠিক কোথায়।
এরই মধ্যে মোদি মুকুল সাক্ষাৎ বিজেপির অন্দরমহল বিশেষ আগ্রহের জন্ম দিয়েছে।
বিজেপিতে যোগ দেওয়ার পর মোদির সঙ্গে মুকুলের নমস্কার বিনিময় করার মত সাক্ষাৎ হলেও সাক্ষাতের মত সাক্ষাৎ এই প্রথম।