নিজস্ব সংবাদদাতা
চিন ও পাকিস্তানের ষড়যন্ত্রের ফলেই অসম ও অন্যান্য উত্তর পূর্বাঞ্চল রাজ্য থেকে অনুপ্রবেশ ঘটছে। বৃহস্পতিবির, দিল্লিতে এক সেমিনারেএকথি জানান ভারতীয় সেনাবাহিনীর চিফ জেনারেল বিপিন রাওয়াত। তিনি বলেন ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলির উন্নয়নে মূলত দুটি সমস্যা রয়েছে। এক, বন্যা আর দ্বিতীয় বাংলাদেশ থেকে অনুপ্রবেশ। পাক জঙ্গিরা এখন উত্তরপূর্বাঞওচল থেকেই ভারতে অনুপ্রবেশ করছে। এই প্রসঙ্গে তিনি আরও বলেন, অসমে এআইইউডিএফ নামের একটি দল বিজেপির থেকেও বেশি হুড়মুড়িয়ে বেড়ে উঠেছে। অসযে বিজেপির যত না বিস্তার তার থেকে অনেক বেশি বিস্তার তৈরি হয়েছে এই দলের। প্রসঙ্গত, এআইইউডিএফ একটি মুসলিম সংগঠন। অসম ও অন্য উত্তরপূর্ব রাজ্যে এই দলের সদস্যসংখ্যা রয়েছে। সরকার উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির উন্নয়নে পদক্ষেপ নিচ্ছে বলেও জানান রাওয়াত।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan