নিজস্ব সংবাদদাতা :
পরপর দু’বার মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় প্রশ্নচিহ্ন খাড়া হয়ে গেল। একবার তাঁর ব্যবহার করার জন্য নির্দিষ্ট মাইক্রোফোনে বৈদ্যুতিক শক আর একবার তাঁর নিরাপত্তা বলয়ের ফাঁক গলে মঞ্চে দুই অনাহুতর আবির্ভাব। মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে রয়েছেন পুলিশ কর্তা বীরেন্দ্র কুমার। এমনিতে তাঁর মাথার ওপর মুখ্যমন্ত্রীর হাত রয়েছে বলেই প্রশাসনিক মহলের ধারণা। তবে এই দুটি ঘটনার পর প্রত্যাশিতভাবেই তাঁর ওপর বিরক্ত হয়েছেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার, হেমতাবাদে মুখ্যমন্ত্রীর ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় ভেঙে ঢুকে পড়ে রাজিয়া খাতুন, আমেয়া খাতুনরা। এই ঘটনায় তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্তা বীরেন্দ্র কুমারের ওপর যারপরনাই বিরক্ত হয়েছেন মুখ্যমন্ত্রী। আগামী মার্চেই বদলি হওয়ার কথা বীরেন্দ্র কুমারের। মুখ্যমন্ত্রীর প্রিয় বীরেন্দ্র কুমারের সম্মানজনক পদেই পোস্টিই হওয়ার কথা ছিল। তবে শেষ মুহূর্তে মুখ্যমন্ত্রীর নিরাপত্তাকে প্রশ্নের মুখে ফেলে তিনি নিজের পায়ে কুড়ুল মারলেন কিনা তা সময় বলবে। তবে পরপর দু’দিনের ঘটনা বীরেন্দ্রর দফতরের বড় গাফিলতি বলেই মনে করছে প্রশাসনিক ও রাজনৈতিক মহলের একটা বড় অংশ।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan