নীল বণিক :
দুর্গাপুরে মোদী মেলা চূড়ান্ত ফ্লপ হওয়ায় কার্যত হতাশ পশ্চিম বর্ধমান জেলার বিজেপি কর্মীরা। দলের অন্দরেই জেলার কর্মীদের বক্তব্য, মোদী মেলা ফ্লপ হওয়ায় মানুষের কাছে ভুল বার্তা গেল। এতে দলের নিচুতলার কর্মীদের মনোবলে চিড় ধরতে পারে। দুর্গাপুরে রাজীব গান্ধী ময়দানে এই মেলাতে হাজির থাকবেন কেন্দ্রের প্রায় এক ডজন মন্ত্রী। এমনটাই দলের তরফে প্রচার করা হয়েছিল। তবে তিন দিনের এই মেলায় হাজির হননি কোনও কেন্দ্রীয় মন্ত্রী। এমনকী রেলমন্ত্রী সুরেশ প্রভু নিজে হাজির থেকে বেশ কয়েকটি প্রকল্প ঘোষণা করবেন এমনটাই জানিয়েছিলেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শেষপর্যন্ত কিছুটা হলেও আকর্ষণ বাড়ালেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী রঘুবর দাস মেলায় হাজির থেকে। তিনিও অবশ্য তাঁর পূর্বনির্ধারিত সময় অনুয়ায়ী সময় দেননি মোদী মেলায়। তাতে অবশ্য মোদী মেলাকে চূড়ান্ত ফ্লপ বলতে নারাজ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর যুক্তি কেন্দ্রীয় মন্ত্রীরা সবাই এলে মেলার গরিমা হয়তো বাড়তো। তবে যে উদ্দেশ্য নিয়ে এই মেলার আয়োজন, তা পুরোপুরি সফল বলে জানান তিনি। যদিও রাজনৈতিক মহলে এই নিয়ে চলছে চর্চা। সামনেই রাষ্ট্রপতি নির্বাচন। তাই এই মুহূর্তে সর্বশক্তি দিয়ে ঝাঁপাতে চাইছে না দল। নিজেদের পছন্দের প্রার্থীকে জেতাতে সমস্ত আঞ্চলিক দলগুলির শাসিত রাজ্যে কিছুটা নরম মনোভাব রাখছে দিল্লি। রাজ্য বিজেপি দফতর সূত্রে খবর, রাষ্ট্রপতি ভোট মিটলেই ফের ঝাঁপাবে রাজ্য বিজেপি।