Home / TRENDING / সংসদে দেবের উপস্থিতি নেই বললেই চলে

সংসদে দেবের উপস্থিতি নেই বললেই চলে

নীল বণিক :

ষোড়শ লোকসভায় আর যাই হোক গ্ল্যামারের ঘাটতি নেই। শুধু পশ্চিমবঙ্গ থেকেই শাসকদলের গ্ল্যামার-সাংসদ তালিকায় রয়েছেন—- সন্ধ্যা রায়, মুনমুন, তাপস পাল, শতাব্দী রায়, দেব। তবে কোনও কোনও সাংসদের সংসদে হাজিরা নিয়ে প্রশ্ন উঠছে। হাজিরার নিরিখে সবচেয়ে পিছিয়ে ঘাটালের সাংসদ দীপক অধিকারী অর্থাৎ বাংলা ছবির সুপারস্টার দেব।

গত দু’বছরে তাঁর উপস্থিতির হার মাত্র ন’ শতাংশ! গত দু’বছরে সাংসদে বিতর্কে অংশ নিয়েছেন মাত্র একবার। সেই জায়গায় মুনমুন বিতর্কে অংশ নিয়েছেন চারবার। একের থেকে চার খুব বেশি না হলেও একটু বেশি তো বটেই! মুনমুনের উপস্থিতি ৭০%। এ ব্যাপারে টলিউডকে টেক্কা মেরেছে বলিউড। বিজেপি সাংসদ কিরণ খেরের উপস্থিতি ৮৬%। পরেশ রাওয়ালের ৬৮%। সদ্য প্রয়াত বিনোদ খান্নার উপস্থিতি ছিল ৫০%।

তবে কেন্দ্রের শাসকদলকে বিড়ম্বনায় ফেলেছেন স্বপ্নসুন্দরী হেমা মালিনী। তাঁর উপস্থিতি ৩৫% থাকায় তাঁকে সতর্ক করেছে দল। এই মুহূর্তে সংসদে আলোচনার কেন্দ্রবিন্দু হলেন দেব। এ নিয়ে তাঁকে ফোন করা হলে তিনি ফোন তোলেননি। সম্ভবত তিনি এখন ব্যস্ত তাঁর নতুন ছবি ‘চ্যাম্প’-এর মুক্তি নিয়ে। হয়তো-বা দেশ-বিদেশে শুটিংয়ে। ব্যস্ত থাকতেই পারেন বাংলা ছবির সুপারস্টার। কিন্তু আপনাকে যে-ঘাটালের মানুষগুলো ভোট দিয়ে জিতিয়ে লোকসভার সাংসদ করে পাঠালেন তাহলে তাঁদের কথা সংসদে কে জানাবেন দীপক অধিকারী অর্থাৎ সুপারস্টার দেব!

Spread the love

Check Also

এক মাসের মধ্যে  ডিপফেক ভিডিয়োর কোপে চার বলি তারকা

চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স, চলতি মাসের শুরুর দিকে সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়েছিল অভিনেত্রী রশ্মিকা মন্দনার …

মাতৃত্বকালীন সময়ে নিন্দুকেদের সপাটে জবাব দিলেন শুভশ্রী

চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স, হইচই নেটপাড়ায় আর কিছুদিনের মধ্যেই আসছে শুভশ্রীর দ্বিতীয় সন্তান। অনেকেই মনে …

পিতৃহারা হলেন অভিনেতা আরমান, প্রয়াত পরিচালক রাজকুমার কোহলি

চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স, প্রয়াত পরিচালক রাজ কুমার কোহলি। সংবাদমাধ্যম সূত্রে খবর, আজ, শুক্রবার সকাল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *