মধুমন্তী
:
একের পর এক হিট ছবি আলিয়া ভাটের। ইতিমধ্যেই আসমুদ্র হিমাচল দর্শকের মন কেড়েছেন মহেশ-কন্যা আলিয়া। কমার্শিয়াল ছবির পাশাপাশি অন্যধারার ছবিতেও সমান দক্ষ আলিয়া ভাট। ‘ডিয়ার জিন্দেগি’ থেকে ‘ উড়তা পাঞ্জাব’, ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ থেকে ‘বদরিনাথ কি দুলহানিয়া’ সব ছবিতেই আলিয়ার কামাল দেখে মুগ্ধ সবাই।
এহেন আলিয়া এবার কাজ করছেন গুলজার-তনয়া মেঘনা গুলজারের পরবর্তী ছবিতে। ছবির নাম এখনও ঠিক না হলেও আলিয়া যে এই ছবিতে কাজ করছেন তা নিশ্চিত করেছেন পরিচালক। এক কাশ্মীর মেয়ের বিয়ে হয় এক আর্মির সঙ্গে। এমনই এক কাহিনি নিয়ে তৈরি হবে এই ছবি। যার কারণে কাশ্মীরকে জানতে এখন পড়াশোনায় বেজায় মগ্ন আলিয়া। জানা গেছে, এর মধ্যেই মেঘনার সঙ্গে আলিয়া ওয়র্কশপের কাজও শুরু করে দিয়েছেন।
অন্যদিকে অয়ন মুখোপাধ্যায়ের ছবি ‘ড্রাগন’-এ রণবীর কাপুরের বিপরীতে অভিনয় করার কথা থাকলেও, ডেট পেতে সমস্যা হওয়ায় আপাতত সেই কাজ স্থগিত রয়েছে বলে আলিয়ার ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে।
নায়িকা যখন আলিয়া ভাট তখন সেই ছবি যে বক্স-অফিস মাতাবে, সে বিষয়ে একরকম নিশ্চিত তাঁর ভক্তেরা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news