নীল বণিক :
মহিলা নিত্যযাত্রীদের জন্যা সুখবর নিয়ে এল কেন্দ্রীয় সরকার!
১০ ডিসেম্বর থেকে লোকাল ট্রেনে মহিলা কামরা বাড়াবার সিদ্ধান্ত নিয়েছে রেলমন্ত্রক।বাড়ছে মহিলা কামরার সংখ্যা! আগে লোকাল ট্রেনে মহিলা কামরার সংখ্যা ছিল দুটি। দশই নভেম্বরের পর থেকে গোটা ইস্টার্ন, সাউথ ইস্টার্ন রেলে মহিলা কামরার সংখ্যা দুটির বদলে তিনটি হচ্ছে। অর্থাৎ লোকাল ট্রেনে আরও একটি কামরা বৃদ্ধি পাওয়াতে আনুমানিক ৩৫০ জন মহিলা প্যাসেঞ্জার বসে যেতে পারবেন। রেলওয়ে বোর্ডের এমন সিদ্ধান্তের পর দুই রেল কর্তৃপক্ষ ট্রেনগুলিতে বাড়তি কামরা যুক্ত করার কাজ শুরু করেছে বলে জানান পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক রবিনারায়ন মহাপাত্র।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan