নীল বণিক :
বামেদের কৌটো এবার ফিরিয়ে আনছে বিজেপি। পঞ্চায়েত ভোটের আগে জনসংযোগ বাড়াতে সাতাত্তর হাজার বুথে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা।
দলীয় সূত্রের খবর আগামী ৬ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত এই কর্মসূচি পালন করবে দল।
“আজীবন সহযোগী নিধি” নামে এই বিশেষ কর্মসূচিকে সামনে রেখে বিজেপি নেতারা বাড়িবাড়ি গিয়ে চাঁদা সংগ্রহ করবেন। পাঁচ টাকা, দশ টাকা করে দলের নেতাদের প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে চাঁদা সংগ্রহ করা হবে বলে সিদ্ধান্ত হয়েছে দলে। তবে কেউ যদি এক টাকাও দিতে চান তার থেকেও হাসিমুখে চাঁদা সংগ্রহ করতে বলা হয়েছে। দলের এই কর্মসূচিতে দলের রাজ্য নেতারা তো বটেই অংশগ্রহণ করবেন দলের কেন্দ্রীয় নেতারাও। এইরকম কর্মসূচি নিলে দলের দু’রকম লাভ হবে বলে মনে করছে বিজেপির রাজ্য নেতৃত্ব। একদিকে বুথ স্তরে দল সম্পর্কে মানুষের মনোভাব বোঝা যাবে। তেমনই দলের দুর্বলতার দিক গুলিও উঠে আসবে বলে মত রাজ্য নেতাদের। তাই পঞ্চায়েত ভোটের আগে এইরকম কর্মসূচীর মাধ্যমে মানুষের কাছে পৌঁছোনোর সিদ্ধান্ত নিয়েছে বিজেপি।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan