নীল বণিক :
গোটা দেশে জাল বিস্তার করতে বিয়ের ফাঁদ পেতেছে আইএসআই। কেন্দ্রীয় গোয়েন্দাদের কাছে ইতিমধ্যেই খবর এসেছে বাংলাদেশ থেকে বেশ কয়েকজন যুবক এই রাজ্য সহ অসম ও ত্রিপুরাতে ঢুকেছে। তাদের লক্ষ্য সীমান্ত এলাকাতে এদেশের মেয়েদের প্রেমের ফাঁদে ফেলা। তারপর বিয়ে করে পাকাপাকি ভাবে এদেশের পরিচয়পত্র তৈরি করা। বাংলাদেশ থেকে আসা এই সব যুবকদের লিঙ্ক-ম্যান হিসেবেই কাজ করাচ্ছে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই। কেন্দ্রীয় গোয়েন্দারা ইতিমধ্যেই জানতে পেরেছেন নদীয়ার করিমপুর, তেহট্ট আর মুর্শিদাবাদের বেলডাঙা ও জঙ্গিপুরে এভাবেই বেশ কয়েকজন যুবক দীর্ঘদিন ধরে কাজ করছেন আইএসআই এর হয়ে। ঘাঁটি গেড়ে রয়েছে মালদা ও দক্ষিণ দিনাজপুরেও। বাংলাদেশ থেকে আগত এই যুবকদের ধরতে কেন্দ্রীয় গোয়েন্দারা এখন উঠেপড়ে লেগেছে। চলতি মাসেই দিল্লি থেকে কেন্দ্রীয় গোয়েন্দাদের একটি দল নদীয়ার তেহট্ট, করিমপুর সহ বেশ কয়েকটি জায়গাতে ঘুরে এসেছেন। সূত্রের খবর, এমন চারজন যুবককে প্রাথমিক ভাবে তারা চিহ্নিতকরণ করেছেন। তাদের সাথে এদেশের কাদের কাদের যোগাযোগ রয়েছে তার সূত্র পেতেই গোয়েন্দারা এই চারজন যুবককে ধরছেন না। তবে অবিলম্বেই এদের নিজেদের হেফাজতে কেন্দ্রীয় গোয়েন্দারা নেবেন বলে সূত্রের খবর।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan