নীল বণিক :
অবশেষে পাহাড় নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনায় রাজি হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে সংসদের সেন্ট্রাল হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন মমতা। সেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য বিনিময় করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তারপরই প্রধানমন্ত্রীর সঙ্গে দার্জিলিং নিয়ে আলোচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রীর কথা যথেষ্ট গুরুত্ব দিয়ে শোনেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার পরেই দার্জিলিং নিয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে কথা বলার পরামর্শ দেন প্রধানমন্ত্রী।
মুখ্যমন্ত্রীও বিলম্ব না করে রাজনাথ সিংয়ের সঙ্গে আলোচনা করতে রাজি হন বলে সূত্রের খবর। দিল্লি সূত্রের খবর মঙ্গলবার সন্ধ্যায় রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠক হবে মমতার। বৈঠকে রাজনাথের কাছে দার্জিলিঙের জন্য মুখ্যমন্ত্রী অতিরিক্ত আধাসেনা চাইবেন বলে জানা গেছে। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক ইতিমধ্যে কানে পৌঁছেছে মোর্চা নেতাদের। তাঁরাও যে এই বৈঠকের দিকে অধীর আগ্রহে তাকিয়ে থাকবেন, তা বলাই বাহুল্য।
আরও পড়ুন :-
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন