নীল বণিক :
আইনের ফাঁসে বেশ চাপে মোর্চা সুপ্রিমো বিমল গুরুঙ্গ। তাই মদন তামাং হত্যা মামলায় আদালতে হাজিরা দেবেন কিনা সেই বিষয়ে দলেই আলোচনা সারতে চান মোর্চা সুপ্রিমো। মোর্চা সূত্রের খবর বুধবার এই নিয়ে একটি বৈঠক ডেকেছেন। দলের কোর কমিটির সকল সদস্যদের এই বৈঠকে আসতে বলেছেন তিনি। দলের সকলের সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে চান বিমল গুরুঙ্গরা। তাঁর এই সিদ্ধান্তের জন্য দলের এক শ্রেণির নেতারা অবশ্য আড়ালে মুচকি হাসছেন। তাঁদের বক্তব্য বিমল গুরুঙ্গ আগে কোনওদিনও রাজনৈতিক সিদ্ধান্তের জন্য এভাবে দলের বৈঠকে নেতাদের মতামত জানতে চাননি। বরং মিটিং ডেকে তাঁর সিদ্ধান্তের কথা দলের নেতাদের জানিয়ে দিয়েছেন। দলের এক শ্রেণির নেতারা বলছেন মোর্চা সুপ্রিমোর এই সিদ্ধান্তই প্রমাণ করে বিমলজি কতটা চাপে। এমনিতে জিএনএলএফ নেতা তথা প্রয়াত সুভাষ ঘিসিং-পুত্র মন ঘিসিংয়ের জনপ্রিয়তা দেখে বেশ চিন্তিত বিমল গুরুঙ্গ। দলের একশ্রেণির নেতাদের মতে অসময়ে দলের সব নেতাদের আরও বেশি করে চাইছেন মোর্চা সুপ্রিমো। তাঁর দলে মন ঘিসিং কখনওই যাতে থাবা বসাতে না পারেন তার জন্য দলের নেতাদের সঙ্গে আরও বেশি করে জনসংযোগ করছেন তিনি। মোর্চা নেতাদের মতামত যাই হোক না কেন , তলায় তলায় বেশ কয়েকজন আইনজীবীর সঙ্গে যোগাযোগ রাখছেন মোর্চা সুপ্রিমো। তাঁদের মতামত নিয়েই বিমল গুরুঙ্গ আদালতের বিষয়টি ঠিক করবেন তিনি। শুধুমাত্র দলের সব নেতাদের পাশে রাখতেই বুধবারের এই বৈঠক বলে মত মোর্চার বেশ কয়েকজন নেতার।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন