Breaking News
Home / TRENDING / মদন হত্যা মামলা কোন পথে যাবে! সবাইকে নিয়ে বৈঠকে বসতে চান গুরুঙ্গ

মদন হত্যা মামলা কোন পথে যাবে! সবাইকে নিয়ে বৈঠকে বসতে চান গুরুঙ্গ

নীল বণিক :

আইনের ফাঁসে বেশ চাপে মোর্চা সুপ্রিমো বিমল গুরুঙ্গ। তাই মদন তামাং হত্যা মামলায় আদালতে হাজিরা দেবেন কিনা সেই বিষয়ে দলেই আলোচনা সারতে চান মোর্চা সুপ্রিমো। মোর্চা সূত্রের খবর বুধবার এই নিয়ে একটি বৈঠক ডেকেছেন। দলের কোর কমিটির সকল সদস্যদের এই বৈঠকে আসতে বলেছেন তিনি। দলের সকলের সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে চান বিমল গুরুঙ্গরা। তাঁর এই সিদ্ধান্তের জন্য দলের এক শ্রেণির নেতারা অবশ্য আড়ালে মুচকি হাসছেন। তাঁদের বক্তব্য বিমল গুরুঙ্গ আগে কোনওদিনও রাজনৈতিক সিদ্ধান্তের জন্য এভাবে দলের বৈঠকে নেতাদের মতামত জানতে চাননি। বরং মিটিং ডেকে তাঁর সিদ্ধান্তের কথা দলের নেতাদের জানিয়ে দিয়েছেন। দলের এক শ্রেণির নেতারা বলছেন মোর্চা সুপ্রিমোর এই সিদ্ধান্তই প্রমাণ করে বিমলজি কতটা চাপে। এমনিতে জিএনএলএফ নেতা তথা প্রয়াত সুভাষ ঘিসিং-পুত্র মন ঘিসিংয়ের জনপ্রিয়তা দেখে বেশ চিন্তিত বিমল গুরুঙ্গ। দলের একশ্রেণির নেতাদের মতে অসময়ে দলের সব নেতাদের আরও বেশি করে চাইছেন মোর্চা সুপ্রিমো। তাঁর দলে মন ঘিসিং কখনওই যাতে থাবা বসাতে না পারেন তার জন্য দলের নেতাদের সঙ্গে আরও বেশি করে জনসংযোগ করছেন তিনি। মোর্চা নেতাদের মতামত যাই হোক না কেন , তলায় তলায় বেশ কয়েকজন আইনজীবীর সঙ্গে যোগাযোগ রাখছেন মোর্চা সুপ্রিমো। তাঁদের মতামত নিয়েই বিমল গুরুঙ্গ আদালতের বিষয়টি ঠিক করবেন তিনি। শুধুমাত্র দলের সব নেতাদের পাশে রাখতেই বুধবারের এই বৈঠক বলে মত মোর্চার বেশ কয়েকজন নেতার।

 

লাইক শেয়ার ও মন্তব্য করুন

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Spread the love

Check Also

চোরেদের মন্ত্রীসভা… কেন বলেছিলেন বাঙালিয়ানার প্রতীক

ডঃ অরিন্দম বিশ্বাস : আজ বাংলার এবং বাঙালির রাজনীতির এক মহিরুহ চলে গেলেন। শ্রী বুদ্ধদেব …

আদবানি-সখ্যে সংকোচহীন ছিলেন বুদ্ধ

জয়ন্ত ঘোষাল : লালকৃষ্ণ আদবানির বাড়িতে বুদ্ধদেব ভট্টাচার্য মধ্যাহ্ন ভোজে আসবেন। বাঙালি অতিথির আপ্যায়নে আদবানি-জায়া …

নির্মলার কোনও অর্থনৈতিক চিন্তা-ভাবনা নেই

সুমন ভট্টাচার্য এবারের বাজেটটা না গরিবের না মধ্যবিত্তের না ব্যবসায়ীদের কাউকে খুশি করতে পারলো। দেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *