ওয়েব ডেস্ক:
জাতীয় ঐক্যই দেশ গড়ার জ্বালানি, একতা দিবসে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সর্দার বল্লবভাই পটেল স্মরণমঞ্চ থেকে বৃহস্পতিবারের ভাষণে মোদী বলেন, দেশের অখণ্ডতা নষ্ট করার সব চেষ্টা পরাস্ত হবে।
এদিন প্রধানমন্ত্রী বলেন, “অনুচ্ছেদ ৩৭০ জম্মু-কাশ্মীরে শুধুই বিচ্ছিন্নতাবাদ ও সন্ত্রাসবাদের জন্ম দিয়েছে। গত তিন দশকে ৪০ হাজারেরও বেশি মানুষ সেখানে সন্ত্রাসবাদে বলি হয়েছেন।” মোদী স্বগর্বে জানান, অনুচ্ছেদ ৩৭০-এর সেই দেওয়াল আজ ভেঙে ফেলা হয়েছে।
প্রধানমন্ত্রী স্মরণ করেন সর্দার বল্লবভাই পটেলকে। তিনি জানান, ৩৭০ অনুচ্ছেদ লোপ করে সারা দেশকে এক সুতোয় বাঁধার অন্যতম অনুপ্রেরণা সর্দার বল্লভভাই পটেল। মোদী বলেন, “পটেল সব সময়েই উদ্দেশ্য, লক্ষ্য ও প্রচেষ্টার ঐক্যের কথা বলেছেন।” পটেলের বৃহত্তম মূর্তির নিচে দাঁড়িয়ে মোদী বলেন, “আজ থেকে দেশের বিভিন্ন শহর ও গ্রামে রান ফর ইউনিটি প্রকল্পের সূচনা হচ্ছে।” এই প্রকল্পের মাধ্যমে দেশবাসীর কাছে সর্দার বল্লভভাই পটেলের ঐক্যের বার্তা তুলে দিতে চান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী জানান, স্বাধীনতার পর গত সপ্তাহেই প্রথমবার জম্মু-কাশ্মীরে ব্লক উন্নয়ন কাউন্সিল-এর নির্বাচন হয়েছে। যা সুষ্ঠভাবে সম্পন্নও হয়েছে। মোদী বলেন, “এই সুষ্ঠ নির্বাচন ঐক্যের বার্তা দেয়।”
উল্লেখ্য, আজ বুধবার, ৩১ অক্টোবর থেকেই কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা পেল জম্মু-কাশ্মীর ও লাদাখ। মোদী বলেন, “কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ায় জম্মু-কাশ্মীর ও লাদাখের সরকারি কর্মীরা সপ্তম পে কমিশনের সুবিধা পাবেন। এতে আমি ভীষণই আনন্দিত।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news