নিজস্ব সংবাদদাতা
অরুণাচল প্রদেশে পর্যটন কেন্দ্র গড়ে তুলবে কেন্দ্র সরকার। ইটানগরে এক জনসভায় একথা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজ্যের পর্যটনকে গুরুত্ব দিতে বিশেষ প্রচার চালাবে সরকার। মোদি বলেন উত্তরপূর্ব ভারত খুবই সুন্দর। শুধু দিল্লী, মুম্বাইয়ে মিটিং না করে তিনি দলের লোকেদের বলবেন উত্তরপূর্ব ভারতেও যেন বৈঠকের আয়োজন করা হয়। মোদি বলেন, তিনি মন্ত্রীদের বলেছেন নিয়মিত উত্তরপূর্ব ভারতে আসতে। প্রসঙ্গত, দরজি খান্ডু কনভেনশন সেন্টারের উদ্বোধন করতে অরুণাচল প্রদেশে গিয়েছেন মোদি।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan