সঞ্জয় শ্যাম
বিজেপি-র কেন্দ্রীয় মন্ত্রী-নেতাদের পাশাপাশি পশ্চিমবঙ্গের তারকাদের ভিড় এখন ত্রিপুরার ভোট প্রচারে। একদিকে বামফ্রন্টের অস্তিত্ব রক্ষার লড়াই, অন্যদিকে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের নজরে ২০১৯ লোকসভা নির্বাচন। মূল লড়াইটা সিপিএমের সঙ্গে বিজেপি-র হলেও শেষ সময়ে প্রচারে গতি এনেছে তৃণমূল। কে নেই এই দলে — চিত্র তারকা দেব থেকে শুরু করে সোহম, শতাব্দী রায়রা রাজ্যের নানা জায়গায় তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে অংশ নিয়েছেন। তালিকায় রয়েছেন কাকলি ঘোষ দস্তিদার, সৌগত রায়, সব্যসাচী দত্ত। নানা জায়গায় ‘রোড শো’, নির্বাচনী সভায় তাঁরা অংশ নিচ্ছেন। বুধবার উদয়পুরের মাতবাড়িতে তৃণমূলের প্রচার-সভা চলাকালে ফোনে ভোট চাইলেন দলের সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বিজেপি-কে সাম্প্রদায়িক দল উল্লেখ করে এবং বামেদের বিরুদ্ধে লড়াই করার জন্য তৃণমূল প্রার্থীদের সমর্থনে ভোট চান। মমতা ব্যানার্জির এই বক্তব্য জনসভায় বাজিয়ে শোনানো হয়। এদিকে এককালে মমতা-রই ডানহাত হিসেবে পরিচিত তৃণমূল ছেড়ে আসা মুকুল রায়ও বিজেপি-র হয়ে প্রচার করেছেন ত্রিপুরার নানা জায়গায়। গেরুয়া প্রচারে সামিল হয়েছেন বাংলার রূপা গাঙ্গুলি, লকেট চ্যাটার্জিও। আবার বাংলার-ই সূর্যকান্ত মিশ্র, বিমান বসু, মহম্মদ সেলিম, হান্নান মোল্লা, তপন সেনরা বামেদের হয়ে প্রচার করছেন। ত্রিপুরায় গেরুয়া দাপটে বামেদের অস্তিত্ব রক্ষার লড়াই হলেও তৃণমূলের সংগঠন এখানে অপেক্ষাকৃত দুর্বল। মাঝখানে সুদীপ রায়বর্মণ-সহ ছয় বিধায়ক তৃণমূলে আসার পর সংগঠন খানিকটা শক্তিশালী হলেও ফের তাঁরা দলবল নিয়ে বিজেপি-তে চলে যাওয়ায় অবস্থা সেই আগের মতোই হয়ে যায়। যে কারণে এ রাজ্যে ৬০টি বিধানসভা আসনের মধ্যে এবার সাকুল্যে ২৪টি আসনে প্রার্থী দিতে পেরেছে তৃণমূল। এর পরও তারকা প্রচারে মমতার জোর দেওয়ার পেছনে অন্য উদ্দেশ্যই দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাঁদের মতে, ২০১৯ লোকসভা ভোটে বিজেপি-কে আটকাতে কংগ্রেস, সিপিএম-সহ বিভিন্ন আঞ্চলিক দলকে প্রকারান্তরে একমঞ্চে আনতে চাইছেন মমতা। ত্রিপুরায় তৃণমূলের সংগঠন দুর্বল জেনেও ২৪ আসনে প্রার্থী দেওয়া ও তারকা প্রচারে জোর দেওয়ার একটাই অর্থ, অ-বাম ভোট বিভাজন। এতে কিছুটা হলেও বিজেপি-র ভোট কাটবে। পরোক্ষে ফায়দা নেবে সিপিএম। বিজেপি-কে আটকাতে এটা মমতাও চান বলে মনে করা হচ্ছে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan