নিজস্ব সংবাদদাতা :
পঞ্চায়েত ভোটের অাগে দলের ক্যাডারদের ট্রেনিং দিল রাজ্য বিজেপি।
সারা রাজ্য থেকে ২৬৫ জন বিস্তারককে দিনভর ট্রেনিং করালেন দলের কেন্দ্রীয় নেতা সুরেশ পূজারি। সারা রাজ্য থেকেই বিজেপি কর্মীরা এই ট্রেনিং নেন বিজেপির এই কেন্দ্রীয় নেতার কাছে। ভোটের দিন শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে কিভাবে ভোট করাতে হয় তার কৌশলও শেখান হয় এই কর্মশালায়। বুথের এজেন্টদের প্রশাসনের সকলের ফোন নম্বর রাখতে হবে। রাখতে হবে জেলার নেতাদের নম্বরও। বুথের ভিতর শাসক দলের ক্যাডাররা অন্যায় কিছু করলে অাগে প্রশাসনকে ফোন করতে হবে। নির্বাচন কমিশনের পর্যবেক্ষকদের সঙ্গে অাগে থেকে কথা বলে আলাপ সেরে রাখতে হবে বলে বিস্তারকদের ট্রেনিংয়ে বলা হয়। এমনকি প্রশাসনকে করা ফোনগুলি রেকর্ড করে রাখতে পারলে ভালো হয়। তাতে পরে সেইসব কললিস্ট অনেক কাজে অাসবে বলে জানান হয়। বিস্তারকদের জেলার সাংবাদিকদের সঙ্গেও যোগাযোগ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan