চ্যানেলে হিন্দুস্থান নিউজ ডেস্ক: আজ আন্তর্জাতিক পুরুষ দিবস। আর সেই পুরুষ দিবসে ই বাংলার পুরুষদের জন্যে অভিনব উদ্যোগ রাজ্যের। এতদিন ধরে শুধু মাত্র মহিলাদের নিয়ে স্ব নির্ভর গোষ্ঠী তৈরি ছিল ‘ নিয়ম ‘।
তবে একটু প্রচলিত ধারনার বাইরে গেলে ক্ষতি কি? আর তাই করে দেখাল পশ্চিমবঙ্গ। এবার রাজ্যে শুধুমাত্র পুরুষদের জন্যে স্ব-নির্ভর গোষ্ঠী তৈরি করা হবে। প্রাথমিকভাবে জলপাইগুড়ি জেলা থেকে এই পাইলট প্রজেক্ট শুরু হলেও ইতিমধ্যেই গোটা রাজ্যে প্রায় দেড় লক্ষ স্ব নির্ভর গোষ্ঠী তৈরি হয়ে গিয়েছে। চলেছে ব্যাংক একাউন্ট সংযোগের কাজ। টার্গেট একটাই ২ লক্ষ স্ব নির্ভর গোষ্ঠী তৈরি করে প্রায় ২০ লক্ষ পুরুষকে স্ব-নির্ভর করে পেশাগত ভাবে সাফল্য এনে দেওয়া।
রাজ্য স্ব-রোজগার কর্পোরেশন লিমিটেড এর চেয়ারম্যান তন্ময় ঘোষ বলেন, ” মহিলাদের জন্যে স্ব নির্ভর গোষ্ঠী আছে। অনেক প্রকল্প আছে। কিন্তু পুরুষ দের জন্যে কিছু ছিল না। মুখ্যমন্ত্রী নিজে উদ্যোগ নিয়ে পুরুষদের জন্যে এই প্রকল্পে শুরু করার জন্যে নির্দেশ দিয়েছেন। পুরোটাই রাজ্যের অর্থতে।” এই ধরনের প্রকল্প দেশের মধ্যে প্রথম। কিন্তু কি ভাবে কাজ হবে ?
তন্ময় ঘোষের বক্তব্য, ” জেলা ধরে এলাকা ভিত্তিক যে যে জিনিস সেইখানে প্রসিদ্ধ, তার উপরে সেই শিল্পের সঙ্গে জড়িত পুরুষ শ্রমিক বা শিল্পীদের আরও উন্নত প্রশিক্ষণ দিয়ে স্ব -নির্ভর গোষ্ঠী র মাধ্যমে তাদের পেশাগত উন্নতির পাশাপাশি আর্থিক স্বাবলম্বী করতে সাহায্য করব। ”
শনিবার আন্তর্জাতিক পুরুষ দিবস। আর তার আগে এই ধরণের উদ্যোগের পুরুষদের নতুন দিকে খুলে দেবে বলে মনে করছেন অল বেঙ্গল মেনস ফোরামের সভাপতি নন্দিনী ভট্টাচার্য। তাঁর মতে, ” মহিলা নয়, বরং পুরুষদের ওপর বৈষম্য প্রচুর। আর তাই লিঙ্গ বৈষম্য পুরুষদের অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে। এই ধরনের উদ্যোগ পুরুষদের উপর লিঙ্গবৈষম্য কমতে সাহায্য করবে। ” আগামী ৩ মাসের মধ্যে ২ লক্ষ পুরুষ স্ব নির্ভর গোষ্ঠী কাজ শুরু করবে।