ওয়েব ডেস্ক :
একসময় শহিদ কাপুরের প্রেমিকা ছিলেন করিনা কাপুর, সে সকলেরই জানা। তবে তারপর সম্পর্কের টানাপড়েন, অর্ন্তদন্দ, যার ফলে ভেঙে যায় তাঁদের সম্পর্ক। দু’জনের দু’পথ এখন আলাদা। যে যার নিজের মতো কাজ-সংসার দুই সামলাচ্ছেন।
তবে কখনও কথায় বলে না শেষ হয়েও হইল না শেষ। এখন আবার করিনা কাপুর এবং শহিদ কাপুরের স্ত্রী মীরার মধ্যে শুরু হয়েছে মন মালিন্য। যার কারণ নাকি তাঁদের সন্তান।
গত ২৬ অগস্ট কন্যা মিশা’র জন্ম দেন শহিদ পত্নী মীরা। অন্যদিকে যার কয়েকমাস বাদে ২০ ডিসেম্বর জন্ম নেয় সৈইফ-করিনা পুত্র তৈমুর। জন্মের পরে পরেই রাতারাতি তারাও সেলেব হয়ে ওঠে। এবং মিশা-তৈমুর দু’জনেই ইতিমধ্যেই জনপ্রিয়। কিন্তু হঠাৎ-ই এই নিজের সন্তানদের কেন্দ্র করে মনোমালিন্য শুরু হয়েছে মীরা এবং করিনার মধ্যে।
সামনেই মিশার জন্মদিন। আর এদিকে সুত্রের খবর বলছে, ব্রিটিশের এক প্রি-স্কুল, যারা বাচ্চাদের জন্য কার্টুন সিরিজ বানিয়ে থাকে, তারা নাকি মিশার জন্মদিনের থিম পার্টির দায়িত্ব নিতে চাইছে।
যা নাকি কানে গিয়ে পৌঁছেছে বেবো’র। আর তারপর থেকে নাকি পটৌডি পরিবার তৈমুরের জন্য এরকমই এক জন্মদিন পার্টির আয়োজন করতে চাইছে।
তাই মিশার জন্মদিনের আগেই নাকি ওই কার্টুন স্কুলের সঙ্গে মিট অ্যান্ড গ্রিট সেশন সেরে ফেলতে চাইছেন করিনা। আর এই খবর শোনার পর থেকে নাকি মীরা বেশ চটেছেন করিনার ওপর।
তাই সবমিলিয়ে কেমন কাটে মিশা-তৈমুরের জন্মদিন, সেদিকেই তাকিয়ে অনেকে।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন