প্রসেনজিৎ ধর :
জিএসটি চালু হওয়ায় মিষ্টি সব তেতো হয়ে উঠেছিল মিষ্টি ব্যাবসায়ীদের কাছে! মিষ্টিতে ৫-২৮ শতাং হারে কর চাপবে বলে মনে করেছিলেন ব্যাবসায়ীরা। আজ রিষড়ায় হুগলি জেলা স্বতন্ত্র মিষ্টি ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে কমার্শিয়াল ট্যাক্স জয়েন্ট কমিশনার উজ্জ্বল ভট্টাচার্য জানান, ভাজা মিষ্টি বাদে সবরকম মিষ্টিতে কর দিতে হবে ৫ শতাংশ করে। ভাজা মিষ্টিতে কর দিতে হবে ১২ শতাংশ। জিএসটি লাগু হওয়ায় মিষ্টি ব্যবসায়ীদের চিন্তা বাড়িয়েছিল। ক্যাডবেরি মিষ্টি-সহ অন্যান্য ছানার মিষ্টিতে ২৮ শতাং জিএসটি চাপবে ধরে নিয়েছিলেন ব্যবসায়ীরা। এদিন রিষড়ায় জয়েন্ট কমিশনার জানিয়ে দিলেন এরকম কোনও সম্ভাবনাই নেই। আগে ঘুর পথে অনেক বেশি ট্যাক্স দিতে হত ব্যবসায়ীদের। জিএসটির ফলে সেটা আর দিতে হবে না। ফলে, মিষ্টির দাম বাড়ার যে-আশঙ্কা করেছিলেন ব্যবসায়ীরা, সেই আশঙ্কাও অনেকটা দূর হবে। জিএসটি চালু হওয়ার পর আজই প্রথম জেলার মিষ্টি ব্যবসায়ীরা এক জায়গায় মিলিত হলেন। সেখানে কমার্শিয়াল ট্যাক্স জয়েন্ট কমিশনারের সঙ্গে কথা বলে জিএসটি নিয়ে যে-বিভ্রান্তি ছিল, তা কাটালেন।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন